কত যে বলেছি, যেও না দূরে,
তবু কেন চলে যাও বারে বারে?
কত যে কেঁদেছি, দেখোনি তুমি,
বৃষ্টি ঝরেছে আমারই গুমি।
যতই বলেছি, বোঝোনি মন,
শুধু দিয়েছো অবহেলা, বেদন।
পথের ধুলায় লিখেছি নাম,
তবু কেন পেলে না সে দাম?
ভালোবেসে ছিলাম, পেয়েছি জ্বালা,
তবু কেন মন রয় তোমার পায়ে বাঁধা?
বলো, এই প্রেম কি ছিলো অপরাধ?
তবে কেন দিলে আমায় অভিশাপ?