সেদিন যদি না দেখতাম তোমায় এ মনে,
হয়তো থাকতাম আজো ভুলেরই কোণে।
চোখে চোখে জমেছিল কত যে ভাষা,
হৃদয় জুড়ে উঠেছিল প্রেমেরই আশা।
আজও তোমার ছায়া পড়ে নয়নে,
স্বপ্ন হয়ে ভাসো গোপন গগনে।
বাতাসে বাজে সেদিনের গান,
আমার হৃদয় আজো যে পান।
তুমি গেলে দূরে, রইলেম একা,
তবুও দিও সুখের দেখা।
এই কাব্য যদি পৌঁছায়ো তা,
জেনো হৃদয়ে রয়ে গেলে চিরতা!