আমি বিসর্গ, তুমি চন্দ্রবিন্দু,
তুমি আলোর, আমি ছায়ার সিন্ধু।
তোমার ছোঁয়ায় জোৎস্না হাসে,
আমার সুরে ব্যথা ভাসে।
তুমি থাকো চাঁদের কোলে,
আমি ডুবি ব্যথার জলে।
তোমার ভাষায় স্নিগ্ধতা বাজে,
আমার গানে বেদনায় সাজে।
তবু দু’জন পাশাপাশি থাকি,
শব্দের পথে মিলাই আঁখি।
তুমি আলোর, আমি বিষাদ,
তবু প্রেমের বর্ণসমাধ!