সমর্পিতা, বসন্তের দিনে,
ফিরে গেলে চেনা পথ চিনে।
রইল শুধু শূন্য আকাশ,
বিদায়ের সুরে বেজে গেল বাঁশ।
শেষরাতের হুইসেল বাজে,
হৃদয় পড়ে রইল আজও সাঁঝে।
পাতার শিরায় স্মৃতির আঁচ,
তোমার ছোঁয়ার রয়ে গেল রেশ।
তুমি কি নও নর্দান পিনটাইল?
শীতল হাহাকার মেখে নিঃশ্বাস ফাইল?
তৃষ্ণার বুকে খুঁজেছিলে ছায়া,
জড়তার খোলসে আঁকলেম মায়া।
তোমার চোখে মোহের নেশা,
কুসুমকলির ঠোঁটে ছিল ভালোবেসা।
গোধূলির কোলে মুখ লুকালে,
চন্দনের ঘ্রাণে মন ভরালে।
পেন্ডুলাম থেমে রইল শেষে,
সেই বিকেলে তুমি যে এসে
ভালোবাসার বীজ বুনেছিলে,
অমলিন সে স্মৃতি গেঁথেছিলে।
তবে কি বসন্ত কভু অপেক্ষায়?
নাকি সংশয়ের ছায়ায় ঢাকা রয়?
ইতিহাস ফিরে এলেও শেষে,
দেখা পাবো কি তোমার বেশে?
সমর্পিতা,
তুমি ভুল করে ভালোবেসেছিলে,
আর আমি?
আমি ভুলেও ভুলতে পারিনি।