তুমি যেন এক বসন্তবালা,  
নরম বাতাসে দোলে জবালা।  
মধুমাস জুড়ে গন্ধ ছড়াও,  
হৃদয় আমার করো আলো।  

শরৎলতা, কোমল কান্তি,  
তোমার হাসি চাঁদের সাথে বান্ধি।  
পুষ্পরানি, দৃষ্টি তোমার,  
আকাশ জোড়া আঁকে সোনার।  

তুমি কি তবে গ্রীষ্মকুমারী?  
অগ্নি জ্বেলে রাখো বঁধূরী।  
হিমযৌবনা স্নিগ্ধ পরশ,  
নিঃসঙ্গ রাতে দাও আলোর বরষ।  

সুধাবীণা, সুরে ভাসাও,  
বিরহ মোর সুরে সাজাও।  
মাধবীলতা মিষ্টি গন্ধে,  
প্রেম জাগাও দু’টি চোখে বন্ধে।  

চাঁদনীবিলাসিনী, জোছনার মালা,  
তোমার ছোঁয়ায় ব্যথা জ্বালা।  
পঙ্খিরাজিনী ডানা মেলে,  
নীলিমা ছুঁই শান্তির খেলে।  

তনিমা তুমি হৃদয়ে আমার,  
ভালোবাসা দিও অপার!