কথার খেলায় ভুল বুঝাবো না আর,
মিথ্যে স্বপ্নে বাঁধবো না মনবার।
যে দূরে থেকে ভালোবাসার দোহাই দেয়,
তাকে আর ডেকে আনবো না প্রিয়তায়।
জীবনের পথে কত প্রেমের গল্প,
সবই যেন মিথ্যে এক রঙিন দলিল।
কে বা কার আপন, কে পর—
এই হিসেব রাখি না, সেও অজানা দর।
যার অন্তরে বিষ, মুখে শুধুই হাসি,
সে কি পারে সাজাতে সুখের বাসি?
তার জন্য জীবন শুধু শূন্যতার রঙ,
মায়ার ছায়ায় ভরা বিষাদের ঢঙ।
ওগো ছলনাময়ী, চঞ্চল তুমি,
তোমার ছলনায় নেই কোনো ভূমি।
পাওয়ার সুখে যদি সুখ থাকে না,
তবে ভালোবাসা কেন ছলনার ছায়া?
মনটা দাও, হিসেব নয়,
মায়ার বাঁধনে বাঁধি জীবনময়।
তোমার প্রেমে যদি শান্তি পাই,
তাহলেই আমার জগৎ সোনায় সাজাই।