আজও লাশের গন্ধে ভরে,
শহর, নগর, জনপদ সরে।
গ্রাম-মাঠের নিঃশ্বাস ভারী,
বাতাসে কান্না, বেদনাতরী।

আজও পড়ে ফুটপাতে প্রাণ,
অন্নহীন, বস্ত্রহীন শ্বান।
ডাস্টবিনের কোণে জমে,
ক্ষুধার চিৎকার, নীরবে রবে।

তারা মানুষ, না কি পশু?
রাষ্ট্র ভাবে, তবু নীরব রুক্ষ।
ন্যায় যেখানে ব্যথার তামাশা,
মানবতা আজ শুধুই ভাষা।