তুমি কৃষ্ণচূড়া, আগুন রঙে,
জ্বলছো প্রাণে বসন্ত ঢঙে।
পলাশ হয়ে হৃদয় জ্বালাও,
তোমার ছোঁয়ায় স্বপ্ন গাঁথাও।

কনকচাঁপার মিষ্টি গন্ধে,
ভাসছে ভালোবাসার বন্ধে।
দুলিচাঁপার কোমল ছোঁয়া,
তোমায় পেলে ভুলে যাই হোয়া।

মাধবীলতা জড়ায় বুকে,
তোমার প্রেমে হারাই সুখে।
জারুল রঙে আঁকি ছবি,
তোমায় ছাড়া প্রাণটা রবি।

শিমুল ফুলের লাল আঁচলে,
রক্ত লিখি প্রেমের কোলে।
অশোক হয়ে আশা জাগো,
হৃদয় ভরে ভালোবাসো।

জুঁইয়ের মতো হাসো তুমি,
গোলাপ খোলে হৃদয় জুমি।
কেয়ার সুবাস ছড়িয়ে আসে,
তোমার ছোঁয়ায় জীবন হাসে।

পাদাউকের গোধূলি ছায়ে,
তোমায় দেখে মনটা গায়।
বকুল গন্ধ রাতের সুর,
তোমার সাথে চাঁদের নূর।

হাসনাহেনার মিষ্টি গানে,
গন্ধরাজের স্বপ্ন টানে।
তুমি ফাগুন, তুমি আশা,
তুমি প্রেমের চির ভাষা!