মুক্তোর মতো ঝরে ফোঁটা, লিলির গায়ে খেলে,  
নরম ছোঁয়ায় কাঁপে সে ফুল, হাসে দুলে মেলে।  
টুপটাপ সেই জলের ধারা, মাটির বুকে পড়ে,  
ফুলটি যেন গান গায় সুখে, আপন মনেই ঘোরে।

কাঠবেলীরা ভিজে গেয়ে বৃষ্টির ছোঁয়ায় নত,  
রোদের আশায় ডাল আঁকড়ে ধরে জীবনের গত।  
ফুল ফুটে উঠবে যেইখানে আশ্বাস আছে বাঁচার,  
আল্লাহর সব সৃষ্টি দেখে হৃদয় করে গাঁথার।

একেই দেখে মুহূর্তে আমি কবি হয়ে যাই,  
তবুও কবিতা আমার পানে হাঁটে না যে ভাই।  
তাতে কী বা আসে যায়, আমি ছুঁয়ে যাই আলো,  
মুগ্ধতারই কুঁড়ি কুড়াই, প্রাণে জাগে ভালো।

জীবন যখন একটাই ভাই, কেন থাকি ক্লেশে?  
সুখের ছায়ায় মিশে যাই, মুগ্ধতারই দেশে।