এ জন্মে ছেড়েছি তোর হাত,
তবু মন শুধু তোরই সঙ্গী,
পথের ধুলোয় মিশে গেছে সব,
তবু হৃদয়ে তুই রয়ে অনঙ্গী।

এই জন্মের স্বপ্ন হয়তো মিথ্যে,
তোর হাসিতে হারালাম দিন,
পরের জন্মে শুধুই আমায় রাখিস,
তোর অস্তিত্বে জড়িয়ে ঘনাছিন।

তুই যদি হস ফুলের সুবাস,
আমি হবো তোর প্রতিটি পাপড়ি,
তুই যদি হস চাঁদের আলো,
আমি হবো রাতের ছায়া জড়ি।

এই জন্মে তুই অন্য কারো হবি,
আমি থাকব একান্ত নীরব,
পরের জন্মে তোর বুকের বাঁধনে,
থাকবে কেবল আমারই স্পন্দন তীব্র।

সাত জন্মে দিলাম তোর হাতে,
তবু একটা আমার নামে চাই,
তোর প্রতিটা নিশ্বাসে থাকি আমি,
ভালোবাসার সুরে বাঁধি তোর ঠাঁই।

তুই যদি হস সাগরের জল,
আমি হবো ঢেউয়ের রেশ,
তুই যদি হস সময়ের রথ,
আমি হবো তোর অবিরাম শেষ।

তুই শুধু থাকিস আমার হৃদয়ে,
এই প্রার্থনা সাত জন্মের বেশি,
একটা জন্মে আমায় ভালোবাসিস,
তুই আমারই থাকিস, চিরদিন অনবদ্য তৃষ্ণা।