বিজ্ঞানীর নাম, টেসলা মহান,
মানবতার আলোয় তিনি দিলেন দান।
বিদ্যুতের ঢেউয়ে নতুন পথ খোলা,
তার জ্ঞানের আগুনে অন্ধকার জ্বালা।
দেখালেন মানুষকে তারার পথ,
তারবিহীন শক্তি—মুক্তির রথ।
এসি-র ধারা বিশ্বকে দিলো,
জীবনের ছন্দে আলোর মেলা।
স্বপ্ন দেখতেন, ভবিষ্যৎ উজ্জ্বল,
মানুষের জন্য করলেন সংগ্রাম অজস্র।
স্বার্থহীন হৃদয়ে, নিরলস পরিশ্রম,
দিলেন দুনিয়াকে প্রযুক্তির অমৃতধারা।
অর্থ আর খ্যাতি তার কাছে ক্ষুদ্র,
জ্ঞান ছিল তাঁর জীবনের মূলে।
টেসলা ছিলেন মানবতার দিশারী,
চিরকাল থাকবেন হৃদয়ের ভাণ্ডারে।
তার বিদায়ের পরও জ্বলছে প্রদীপ,
তার ভাবনায় গড়া নতুন পৃথিবী।
নিকোলা টেসলা, তুমিই অমর,
তোমার জ্ঞানে ভরা মানবতার ঘর।