রাতের শহরে জ্বালাই আলো,
তবু আঁধারের বুকেই পালো।
দীপ জ্বালিয়ে খুঁজি যে চাঁদ,
সবাই যেন নির্বাক কাঁদ।
অন্ধ নয় কেউ, চোখে যে বাঁধন,
দেখেও বোঝে না দুঃখের চরণ।
ছায়ার শহরে খুঁজি যে দিশা,
আলো কি তবে শুধুই দৃষ্টি-ভ্রান্তি?
তবু আমি ওই তারাটির মতো,
আলো বিলিয়ে হারাই রথ!