স্রষ্টার সৃষ্টিতে মুগ্ধ হৃদয়,
তবু নাফসের আহ্বান দুর্দমনীয়।
আকাশে লিখেছি নিষ্পাপ আলো,
অন্ধকার ডাকে, কুহেলি কালো।
অতল সত্যের মহিমা যেখানে,
সেখানে আমি নতজানু, একাকী।
তবু অন্তরে জাগে বিদ্রোহী সুর,
নাফসের দাবিতে হৃদয় কাঁদে ধ্বনিহীন।
শুদ্ধতার পথ কি এতই সরল?
পাললাগানো ইচ্ছেরা বেপরোয়া নাবিক!
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আজ,
আমি খুঁজি নিজের পরাজয়ের ভাষা।
বিসর্জন দেই, তবু বাঁধনে বাঁধি,
নাফসের কাছে বারবার নতজানু,
তবু আশা রাখি, তাওবার জলে,
একদিন ধুয়ে যাবে আমার সমর্পণহীন ভুল!