চোখ তোমার চন্দ্ররশ্মি, গভীর তার ছায়া,
তাকালে যে হৃদয় ভাসে, ভুলে যায় মায়া।
কপালে সেই চাঁদের কণা, কেশে তারার দোল,
তোমার সাথে রাতের আকাশ, বাঁধলো সুরের দল।
গোলাপ দিলাম চুলের পরে, জ্যোৎস্না দিলো গান,
হৃদয় বলে থাকো পাশে, থাকুক ভালো প্রাণ।
যদি আলো নিভেও যায়, রবে ভালোবাসা,
আগুন জ্বেলে জ্বলবে আবার, কাটবে না নিরাশা!