বাঙালি পারে অসাধ্য সাধন,
মা রেখে ঘরে, বোন করে ক্রন্দন।
বিবেক হারায়, পশুতা জাগে,
ধর্ষকের পাশে দাঁড়ায় অনুরাগে।
মানুষ কি তারা? প্রশ্ন জাগে,
বিবেক মৃত, লজ্জা লাগে।
শেখ মুজিবের রক্ত ঝরিয়ে,
বিশ্বাসঘাতক খেলে নির্লজ্জ বাড়িয়ে।
তনু, আফসানা, ত্বকীর কান্না,
বাঙালির বুকে কি জাগে না যন্ত্রণা?
নুসরাত পোড়ে, তারা দেখে হাসে,
এই জাতি কবে বিবেক ফেরাবে?
মা-বোনের সম্মান যে জাতি হারায়,
তাদের সত্তা কেবল ঘৃণায় মলিন হয়।
ধিক এই জাতি, ধিক এই প্রাণ,
মানুষের বেশে অমানুষের প্রাণ!