ছুটছে তরী, ছুটছে প্রাণ,
কখন আসবে শান্তি গান?
কেন এতো ব্যথার টান,
মন-তরী পাবে কি ত্রাণ?

ভাঙছে তরী, ভাঙছে স্বপন,
অবিরত ব্যথার স্পন্দন।
অজানা স্রোতে দিকভ্রান্ত মন,
কূল পাবে কি এই জীবন?

ঢেউয়ের বুকে দুলছে তরী,
আকাশ কাঁদে, হৃদয় ভরি।
কখন আসবে সুখের ঘরী,
আশার আলো, সোনার দরী?

তরী যে চায় শান্তির কোলে,
ভাসছে কেবল বেদনার জলে।
কোন সে তীরে ডাকছে বলে,
যেখানে সুখ হাসে অনলে?

ছুটছে তরী, ছুটছে প্রাণ,
ফুরোবে কি দুঃখের গান?
সেই তীরে যাই, শান্তি যেখানে,
ভালোবাসা মেলে দু’হাত বাড়িয়ে।