ডাকছে আমায় প্রজাপতি,  
রঙিন ডানায় হাসির গতি।  

ভোমরারা গান গায় যে ঘুরে,  
শিশির জাগে ঘাসের পুরে।  

ডাকছে মাঠ, ডাকছে লাটাই,  
বউচি খেলার সুর যে পাতায়।  

নদীর ধারে নৌকা ভাসে,  
শৈশব যেন হাতছানি আসে।  

আম গাছ তলে ছায়া মেলে,  
কদম ফুলে জল যে ঝরে।  

ফিরতে যদি পারতাম হেসে,  
স্মৃতির দেশে মনের বেশে।  

তেপান্তরের সীমানা পেরিয়ে,  
শৈশব খুঁজতাম সপ্নের ভিড়ে!