প্রিয়া এখন কল্পলোকে,  
বাস্তব তার ছোঁয়া পায় না।  

প্রেমের ভাষা হারিয়ে গেছে,  
অনুভূতি রয় না তায় না।  

চিঠির পাতায় কাব্য ছিল,  
ভালোবাসার গল্প লেখা।  

এখন শুধুই যান্ত্রিক কথা,  
হৃদয় যেন পড়ে একা।  

মেসেঞ্জারের বার্তাগুলো,  
খেয়ালখুশি, ছল ও ধোঁকা।  

সেই চিঠিগুলো নেইকো আজ,  
হারিয়ে গেছে চিরতাকা।  

প্রেমের আলো নিভে গেছে,  
কোথায় তার মায়ার সুর?  

শুধুই ছবি, শুধুই লেখা,  
কথার মাঝে কাঁদে নূর।  

চোখের জলে ভিজত কাগজ,  
ভিজত কত স্বপ্নশিশু।  

এখন শুধু ফাঁকা বুলির,  
কোলাহলে বাজে বিষু।  

তবে কি আর আসবে না দিন,  
চিঠি লিখবে হৃদয় আবার?  

ভালোবাসার সুর বাজাবে,  
সত্যির টানে মন দিবার?