রুদ্ধ দুয়ার, আঁধার ঘেরা,
স্বপ্নগুলো পড়ে মরা।
নিঃশ্বাসে ভরেছে বিষাদ ধরা,
আলোহীন রাত, নিভে গেছে ধ্রুবতারা।
অস্থির হৃদয় কাঁদে নিরবে,
ক্লান্তি এসে থামে রবে।
প্রত্যাশা আজ মলিন হয়ে,
হারিয়েছে পথ সময়ের গহ্বরে।
স্বপ্নেরা ভাঙে, ডানা মেলেনা,
সুখের সেতু আর গড়া হবেনা।
ভেঙেছে ঘর, ছেঁড়েছে বাসর,
অশ্রুর নদী বয় নিরন্তর।
হৃদয়পুর আজ বন্ধ আঁধারে,
বিষাদ তারে জড়িয়ে ধরে।
নীরবতা গাঁথে ব্যথার মালা,
জীবন ম্লান— কবে আসবে আলো?