কৃষ্ণচূড়ার ডালপালা জুড়ে
লাল রঙে মাখানো সূর্যের আভা,
প্রাণের মৃদু হাওয়া কাঁপে,
মনে হয়, এ যেন মধুর গাথা।

নীল আকাশের গায়ে আঁকা
লাল-সবুজের রঙের খেলায়,
কৃষ্ণচূড়া জানে কীভাবে
রঙে রঙে প্রেম বুনে যায়।

তুমি কি জানো, এ বৃক্ষের তলে
জমে কত গল্প, কত আশা?
তপ্ত রোদে ছায়া মেলে
আর ছড়ায় ভালোবাসা।

কৃষ্ণচূড়ার নীচে বসে
ভুলে যাই সময়ের ধারা,
জীবনের যত দুঃখ-শোক
মনে হয়, সবই সারা।

হয়তো কোনোদিন এখানে এসে
দু’টি হৃদয় মিলেছিল চুপিসারে,
কৃষ্ণচূড়া সাক্ষী তাদের প্রেমের,
যা লুকিয়ে আছে পাতার আঁচলে।

তাই কৃষ্ণচূড়ার ডালে দেখি
অসংখ্য রঙিন স্মৃতির মালা,
প্রকৃতির বুকে এ যেন লেখা
মানব জীবনের চিরকালের পালা।