ইচ্ছেদের ডানায় ভর করে
যদি উড়তে পারতাম দূর,
আকাশ আমায় ডাকতো কাছে,
স্বপ্ন ভেসে যেত সুর।
মেঘের ভাঁজে রঙিন আলো,
চাঁদের চোখে মায়া বাঁধা।
তবু আমি পৃথিবীর গন্ধে
শিকড় গেঁথে আছি কাঁদা।
প্রজাপতির পাখায় লিখতাম
অযুত স্বপ্নের রঙ,
একটি জীবনে পেতাম আমি
সাত জনমের ঢঙ।
ক্ষতগুলো গল্প হয়ে থাকুক,
যা ছুঁয়ে যায় হৃদয়।
অন্ধকারে জ্বালবো আলো,
দুঃখ থেকে খুঁজি জয়।
যদি হতাম এক বিন্দু বৃষ্টি,
তোমার খরায় ঝরতাম।
জীবনের তৃষ্ণা মিটিয়ে দিয়ে
তোমার জন্য বাঁচতাম।
এ পথ যতই কঠিন হোক,
তবু থামবো না, এগোবো।
মেঘ ভাঙা চাঁদের আলো হয়ে
তোমার রাতকে রাঙাবো।