আমার গল্পে তুমি বিষাক্ত।
আমি তো ছিলাম তোমাতেই আসক্ত,
মায়ায় কেনো আমায় আড়ালে?
ভদ্র তার আড়ালে,
নিজেকে সাজালে,ছলনা বাড়ালে,
আমায় যে হারালে!
হয়েছো কি খুশি?
মেয়ে তুমি দোষি।
তবু তোমায় ভালোবাসি!
মন উদাসী,দেখে তোমার হাসি,
প্রেম জলে ভাসি,
ওগো সুহাসিনী,
কখনো ভাবিনী,
তুমি যে কালনাগিনী,
এভাবে কলি দংশন।
নিমিষেই ভাঙিলি মন,
থাকিস তুই খুশি
মেয়ে তুমি দোষী,
তবু তোমায় ভালোবাসি!
আজ আমি নিঃস্ব,
তোমার ছলনা যে অদৃশ্য,
জানি আমি বোকা,
তাই তো আজ একা।
আপনি কত পরপুরুষের প্রতি আসক্ত?
কত পরপুরুষ আপনার ভক্ত,
তুমি যে বড্ড বিষাক্ত!
বিষাক্ত তোমার হাসি!
মেয়ে তুমি দোষী।
তবু তোমায় ভালোবাসি!