আনন্দ খুঁজি দূর গগনে,  
নীল সাগরের ঢেউ লগনে।  
শিশির ভেজা পথের ধুলায়,  
স্মৃতি খেলে মন-আঙ্গনে।  

নদী কাঁদে, ঢেউ যে হাসে,  
তবু হারা মন ভালোবাসে।  
আকাশ জুড়ে রঙিন স্বপন,  
তোমার ছোঁয়ায় আলো আসে।  

বিজয় গানে বাজে বাঁশি,  
আঁখি ভেজে ভালোবাসি।  
তোমার দেখা পেলেই যেন,  
সবই হবে সুখের আসি।  

আসবে কবে সে শুভক্ষণ,  
পথ চেয়ে রয় মন রংন।  
দীপ জ্বেলে সাজাই ঘর,  
প্রেমে লিখি নতুন জীবন!