যে নারী পরকীয়ার মোহে প্রবেশ করে,  
স্বামী, সন্তান, সংসার ত্যাজে অক্লেশে।  
পরপুরুষের হাত ধরে অজানার পথে,  
হারায় নিজেকে জীবন-মরণের রুদ্ধ দ্বারে।  

আর যে পুরুষ লিপ্ত হয় এ পাপের খেলায়,  
স্বপ্নের মোহে বিসর্জন দেয় সমস্ত দায়।  
মোহনীয় আকর্ষণে হয়ে পড়ে দৃষ্টিহীন,  
মানবত্ব হারিয়ে সম্মানের শৃঙ্খল ছিন্ন করে দিন।  

পরকীয়া এক পিপাসার মরীচিকা,  
যা আনে শুধু অশ্রু আর বিষাদের চিহ্ন।  
এতে সুখ নয়, সংসারে ঘটে চরম ক্ষতি,  
প্রেমের আবরণে লুকায় পাপের প্রকৃত সত্য।  

একটি পরিবার ভেঙে যায় চূর্ণ-বিচূর্ণ,  
সন্তানের চোখে দেখা দেয় শূন্যের যন্ত্রণা।  
প্রেমের রঙিন মোহে হয় হৃদয় কালিমালিপ্ত,  
বাড়ে সমাজে কলঙ্কের অমোচনীয় অঙ্কিত।  

হে মানব, এ পথ ত্যাগ করো আজ,  
পবিত্রতা আনো প্রেমে, রাখো বিশ্বাস।  
যেখানে ত্যাগ, সহানুভূতি ও আস্থা রয়,  
সেখানে ভালোবাসা চিরঞ্জীব হয়ে রয়।  

পরকীয়ার ছায়া যেন স্পর্শ না করে চিত্ত,  
নির্মল প্রেমে খুঁজে নাও জীবনের শ্রেষ্ঠ জয়পথ।