তুমি ফুলবতী, ফুলের রাণী,
সুরে সাজাও প্রেমের বাণী।
চোখে তোমার অগ্নি জ্বলে,
হৃদয় পোড়ে তারই দলে।
স্নিগ্ধ গন্ধ চুলের বাঁধন,
হাওয়ায় ভাসে প্রেমের সাধন।
পাজর পোড়ে, জ্বলতে থাকে,
স্বপ্ন দেখি তোমার ডাকে।
চলো চলে রঙের দেশে,
ভালোবাসার সুরটি বেঁধে।
তুমি ফুলবতী, চিরযৌবনা,
হৃদয়ে আঁকা প্রেমের সোনা!