মস্তিষ্কে ঝরে রক্তধারা,  
স্মৃতির পাতায় আঁধার সারা।  

মুছে যাক সব ব্যথার রেখা,  
বিস্মৃতির ঢেউয়ে ভাসুক একা।  

তোমার ছোঁয়া, তবুও রবে,  
নিভৃতে হৃদয় কাঁদবে ভবে।  

তবু চাইনা ফিরতে পিছু,  
স্মৃতি থাক না, দূরের কিছু।  

রঙিন দিন হোক একান্ত,  
অতীত পড়ুক ধুলোয় ধান্ত।