হিমালয় চূড়ায় যতই যাও,
সুখের ঠিকানা কোথায় পাও?
পদক-যশে ভরে বুক,
তবু কেন মনের দুখ?
সুদর্শন রূপে মন ভুলায়,
তবু কি কেউ পাশে রয়?
পরাজয়ে নত হতে চায়?
তবু হার যে আসবেই ভাই!
কেউ কাঁদে মুখ খুলে প্রাণে,
কেউ কাঁদে নীরব গানে।
বোবাকান্নার ভারী ব্যথা,
সে বোঝে যারে দিল খাঁটা।
রঙ্গমঞ্চে জীবন খেলায়,
স্বাভাবিক থাকাই কঠিন দায়।
সব দুঃখ ভাগ করে নিলে,
বেঁচে থাকো হাসির জলে।
নীরব বন্ধু হৃদয় পোড়ায়,
সবাক শত্রু ভালো যে তায়!
একটি জীবন একটাই হয়,
সুখের পথে চলাই জয়!