শূন্যতার শোক ভাসে,
মেতেছি উল্লাসে,
নেই যে তুমি পাশে,
ভাবছি একা বসে;
ঐ মুখটা যে লুকিয়ে হাসে!
সে কি আমায় ভালোবাসে?

একবার বলো এসে,
তোর এতো ভয় কিসে?
স্নিগ্ধ মাখা পরিবেশে,
দু 'জনে যাবো মিশে।

নদী ও পাড় ঘেষে,
স্বপ্নের না'ও ভাসে,
দিনে ও বেলা শেষে,
আধার যে নেমে আসে,
চলে যাচ্ছ তুমি হেসে!
বলবে আমায় কে সে?
আছে তোমার হৃদয়ে বসে!

কোন ভিন দেশে,
লুকিয়ে আছে সে?
জানতে বড় ইচ্ছে করে,
প্রশ্ন জাগে বারে বারে!
বাইন্ধা রাখছ কারে?
মনের কারাগারে?

এখনো কি বলছো তারে?
ভালো যে, বাসি আপনারে।
কেন যে বোঝ না মোরে,
কত যে ভালোবাসি তোমারে।