অভিশাপ দিলাম,
কখনোই সুখী হইতে পারিবে না তুমি।
তোমার গুটিকয়েক গোপন তিল
যে কেহ সস্নেহে স্পর্শ করিতে আসিবে,
তুমি আঁতকে উঠিবে—
কারণ তাহার স্নিগ্ধ আঙুলে আমি থাকিবো,
তোমার প্রতিটি তিলে আমার ভালোবাসার দগদগে ক্ষত!
তুমি সুখী হইতে পারিবে না!