আবার এসো বৃষ্টি হয়ে,  
ভেজাও আমায় দৃষ্টি দিয়ে।  
তোমার ছোঁয়ায় হারাই পথ,  
ভাসি শুধু তৃপ্তি নিয়ে।  

বৃষ্টি ঝরে মন ভিজিয়ে,  
তোমার স্মৃতি রাখি পিজিয়ে।  
তুমি আসলে ফুল ফোটে,  
শূন্য প্রাণটা হাসে হিজিয়ে।  

তোমার ছোঁয়ায় নাচে নদী,  
তীর ভেঙে যায় স্রোতের খুঁটি।  
তেমনি করে আমায় ছুঁয়ে,  
মুছে দিও সকল মাটি।  

আবার এসো রাতের শেষে,  
তোমার নামে হৃদয় ভাসে।  
ভালোবাসার ছোঁয়া মেখে,  
থাকবো তোমার পাশে পাশে।


২০২২/১১/২৩