অমাবস্যার ডাকে চলে ছায়া ঢাকা পথে,
আলো খুঁজি, তবু দেখি আঁধার পড়ে রথে।
শূন্য ঘরে বয়ে চলে ঝড়ের দুঃখ-গান,
দেয়াল জুড়ে বিষাদ লেখা, ঘুণের অভিমান।
চোখের পাতায় জমে থাকে দুঃখের কালো রেখা,
স্বপ্নগুলো হারিয়ে গেছে, ফিরে আসার দেখা।
ছাদের ফাঁকে কাঁদছে চাঁদ, মেঘের গভীর বুকে,
আশ্রয় মেলে বৃষ্টির জলে, শূন্য ব্যথার ধুকে।
নীরব রাতে জোনাকি সব বিভক্ত আলোর ধারা,
বিচ্ছেদ গায়, রক্ত ঝরায়, বিষণ্ণতার তারা।
হাসির ছলে চলে যায় যে চেনা মুখের ছায়া,
ব্যথা রেখে দূরে চলে, তবু স্মৃতির মায়া।