বাংলার মাটি, বাংলার কথা,
সেই স্বপ্নে বাঁচে চিরকাল,
বঙ্গবন্ধু, সবার হৃদয়ে,
শক্তি, সাহস, এক অনন্ত দ্যুতি।

কষ্টে জীবন, সংগ্রামে পথ,
বাংলাদেশের পিতা, শোষিতের শাসক,
আধুনিক পৃথিবী চেনে তোমায়,
এক, মুক্তির চেতনা।

তুমি বলেছিলে, "এ বার মুক্তি",
বাঙালি গর্জে উঠেছিল,
রক্ত ঝরেছে, কিন্তু ভয় নেই,
পৃথিবী জানে, তুমিই নেতা।

বাংলাদেশ স্বাধীন, তোমার জন্য,
তোমার আত্মদানের জন্য,
অমর তুমি, বঙ্গবন্ধু,
শেখ মুজিবুর রহমান, চিরকাল।