আল-আকসা, তুমিই তো হৃদয়ের সুর,
তুমিই তো ইতিহাসের জ্বলন্ত নূর।
তোমার মাটিতে পড়ে প্রথম সিজদা,
তোমার চৌকাঠে শুরু হয় ইবাদত স্রোতা।
তুমি হলো মেরাজের স্মৃতিধরা ভূমি,
যেখানে পবিত্রতায় লুকিয়ে আসমানের গুণি।
তোমার মিম্বার, তোমার মিনার—
বয়ে আনে মুক্তির আহ্বান বারবার।
কিন্তু আজ কেন এত শঙ্কার ছায়া,
তোমার বুকে দুঃখের ভার, যন্ত্রণা কায়া।
তুমি কাঁদো, আমরা শুনি—
তোমার রক্তিম ইতিহাসের বাণী।
হে আল-আকসা, আমরা আছি পাশে,
তোমার আলো কখনো যাবে না নাশে।
তুমি থাকবে মুক্ত, তুমি হবে উজ্জ্বল,
তোমার মিনারে উঠবে আজান অনল।
তোমার জন্য কায়মনোবাক্যে দোয়া,
হে প্রভু, ফিরিয়ে দাও শান্তির ছোয়া।
মসজিদ আল-আকসা, তুমি আকাশের তারা,
যতদিন জ্বলবে, ততদিন জাগবে মুসলিমের ধারা।