এদিক সেদিক তাকিয়ে দেখ,
আছে হাজার মানুষ কত!
আছে অনেক দেশ দরদি,
প্রতিবাদী কন্ঠ শত শত।
তাদের মাঝে চির মহান,
গরীবের বন্ধু টিপু, ফুলের মত মন,
করে সদা মানব সেবা!
দুঃখী জনের কথা ভাবে সারাক্ষণ।
তিনি হলেন আসল মানুষ,
তার নাই কোন তুলনা!
প্রবাসী হয়েও সর্বদা সে-
বাংলাদেশ কে ভুলে না।
তিনি কভু মিথ্যাকে পায়না ভয়,
মিথ্যার সাথে যুদ্ধ করে,
সত্যের করে জয়।
টিপু হলেন সত্যের পতীক,
অন্যায়, অত্যাচারীর জম,
অন্যায়কে প্রতিহত করে সে-
যতই লাগুক ধন, মন, আর পরিশ্রম।
গরীবের জন্য প্রয়োজনে দেবেন টিপু প্রাণ,
সাহায্য আর সহযোগীতা করতে-
চায়না কখনো প্রতিদান।
হে দেশ প্রেমিক, গরীবের বন্ধু,
তোমায় হাজার লাল সালাম।
তুমি আমাদের অহংকার, গর্ব,
সবার প্রিয়, " টিপু আরিফুল ইসলাম"।