তোমাকে না পাওয়ার যন্ত্রণা
এতটাই ভাঙ্গলো মন,
জানি না আর কি কভু
হয়েছে এমন।
আমার কি ভুল ছিলো?
না, শুধু তোমার অপছন্দ?
তোমার আমার কভু কি ছিল
বড় কোন দ্বন্দ্ব?
আমি কি এতটাই বখাটে?
না, কোন সন্ত্রাসী বলে
না করে আপন আমায়
বহু দূরে গেলে চলে?
হতে পারি কুৎসিত কালো
কিংবা অপরূপ নয় দেখতে,
কিন্তু, সন্ত্রাসী, বখাটে নই
ভালোবাসি তোমায় পাওনি তুমি শুনতে?
শুনেও শুনলে না তুমি
বুঝতে তো পেরেছ?
তবু কেন কষ্ট দিয়ে
আমার মন ধ্বংস করেছ?
নাইবা বাসলে ভালো
ঘৃণা তবু করো না,
যদি ভুল বুঝতে পারো
এসো তবে ফিরে, দূরে সরিয়ে দেবনা।
আমি শত বছর রইব অপেক্ষায়
আসবে তুমি ফিরে,
আমার ভালোবাসা রইবে "প্রীতি"
শুধু তোমায় ঘিরে।
রচনা কালঃ ১৯/১০/২০১৭ ইং