বর্তমানে এই সমাজে বেড়েছে মাদকাসক্ত,
রাস্তা-ঘাটে দেখা যায় তার নানান ভক্ত।
মাদক নেশা করলো সমাজ একেবারে ধ্বংস,
যুবক ভাইরা সবাই এখন সন্ত্রাসীদের বংশ।
বাবা, গাজা, আপিম নিয়ে সবাই থাকে ব্যস্ত,
সিগারেটের টানে তারা সর্বদা অব্যস্ত।
মদকে মনে করে, খাচ্ছে তারা জল
আদর্শ সমাজ নষ্ট করে, বেঁধে তারা দল।
হিরোহিনের টানে তারা হয়ে যায় দিশেহারা,
মস্ত বড় ভূলের মাঝে থাকে বেলা সারা।
একবার পেলে আবার চায়, পায় যত খায়,
তাদের মত আহাম্মুক আর দুনিয়াতে নাই।
বাবা মায়ের অবহেলায় নষ্ট হচ্ছে সন্তান,
ছোট থেকে ভালো করে শিখাও তাদের সম্মান।
ভালোবাসা পেলে তারা করবে না মদ্যপান,
সুশিক্ষায় শিক্ষীত হবে, রক্ষা করবে সমাজের মান।