জন্ম আমার মতিগঞ্জ, করি তাতে বসবাস
প্রাণ খুলে নিতে পারি আমি সেথায় শ্বাস।
মতিগঞ্জ তুমি এক লক্ষী ইউনিয়ন,
তোমার তরে ঋণী আমি বাঁচি সারাক্ষণ।
চির দিন থাকব আমি তোমার তরে কাতর,
প্রাকৃতি নাড়া দেয় মতিগঞ্জ, তোমার ভেতর।
তোমার মাটির রসে পরিপূর্ণ আমি,
পরিপুষ্ট বৃক্ষ ফুল আর ফল,
দেখতে অনেক ভালো লাগে তোমার বুকে থাকা জল।
তোমায় দেখে আমি দাঁড়িয়ে থাকি নিষ্পলক প্রাঙ্গণে,
দেখে আমার তোলপাড় ওঠে, ওঠে আমার মনে।
তুমি এক রমনী, সুন্দরী তুমি অনেক,
তোমার তরে আমি, এক বড় সৈনিক।
বাঁচব আমি সারাজীবন, করবে না তুমি আড়ি,
তোমার কোলে মাথা রেখে মরতে যেন পারি।
রচনা কালঃ ২৪/০২/২০১৭ ইং