নারী নয় বিশাল সমুদ্র,
নারী নয় বৃক্ষ আর ফল
ভোগ করে মনে হয়, নারী করে চল।
নারী নয় ছোট কিছু,
ব্যবহৃত সমাজ-
নারী এক মহান মানব
পৃথিবীর এই রঙ্গ মেলাজ।
নারী নয় খেলার পুতুল,
এই ভবপরে-
নারী নয় নীড়ের নাম
নয় লাঞ্চিত, মানুষের তরে।
নারী নয় আলু, পটল,
রান্না করার সবজি,
নারী হলো, মা - বোন,
সন্তান লালন করার কব্জি।
নারী নয় কোমল শিলা,
নয় সে চৈত্রের সাজানো চিতা,
নারী নয় নিমিলিত এক নীলা।
রচনা কালঃ ২২/০২/২০১৭ ইং