কেঁদেছিলে তুমি সে দিন
হেসেছিলো শত লোক,
জন্ম তোমার ধন্য বাংলা
বাঙালী জাতি সফল হোক।
জন্মেছিলে বাংলার জন্য
করেছিলে বাংলা সৃষ্টি,
বাংলার সেবা করেছিলে
দিয়ে মহৎ দৃষ্টি।
একাত্তরের প্রিয় স্বাধীনতা
পেলাম মোরা তোমার জন্য,
তুমি মুজিব স্থপতি
তুমি বাংলার বরেণ্য।
বাঙালীর শেষ্ঠ সন্তান তুমি
বাংলার জন্য করেছ সদা আন্দোলন,
বাংলাদেশকে করেছ স্বাধীন
বাংলার তরে হলো তোমার মরণ।
দোষ ছিলো একটি তোমার
ভালোবাসতে তুমি দেশকে,
জালিমের তা লাগেনি ভালো
তাই, হত্যা করলো তোমাকে।
জালিমের গুলিতে মুজিব
রক্ষা পাওনি তুমি,
কেঁদেছিলো সারা বাংলা
তোমার প্রিয় জন্মভূমি।
আমি ধিক্কার জানাই সেই-
তোমার খুনি অমানুষদের প্রতি,
পারবেনা আর কখনো করতে
তোমার গড়া বাংলার ক্ষতি।
তুমি চির অমর রবে
রবে তোমার স্বাধীন ভূমি,
বাঙালী সবার হৃদয়ে রবে
আমাদের প্রিয় "মুজিব তুমি"।