***বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মরণে.......//
বিশ্বভূবনে এসেছ তুমি মহান-
করেছ মানব সেবা আর প্রতিবাদ,
লিখেছ সদা মানবের তরে
অন্যায় করেছ প্রতিঘাত।
গাহি সাম্যের গান...
বলে করেছ তুমি শুরু,
মুক্তক ছন্দের জনক তুমি
তুমি বাংলার গুরু।
করেছ সব ন্যায় কাজ কবি,
করনি কখনো ভূল-
কবি তোমার দু' চরণে,
অর্পণ করি হাজারো ফুল।
এসেছ কবি, প্রতিষ্ঠিত করতে সমাজ
হয়েছ তুমি বিদ্রোহী,
তোমায় যেন অনুসরণ করি
না হয়ে কভু দেশদ্রোহী।
দেশের তরে অকাতরে,
লিখেছ কবি সারাবেলা।
সর্বদা তুমি করেগেছ,
সাহিত্য প্রেম খেলা।
সাহিত্যের সাধক তুমি!
তুমি শিশিরের রাশি,
দোয়া করি কবি তুমি-
হও যেন জান্নাতবাসী।
তুমি কবি, তুমি রবি
তুমি বাংলা জাতির কূল,
তুমি মোদের জাতীয় কবি-
কাজী নজরুল।