যখন মানব ছিলো অন্ধকারে
করত মানব মানবেরে হত্যা,
মানবের কল্যাণে এসেছ দুনিয়াতে
পাঠিয়েছে তোমায় মানব সৃষ্টির স্রষ্টা।
করেছিলে তুমি মানব কল্যাণ
করোনি কভু ভূল, মানবের ক্ষতি
সবাই তোমার অনুসারী ছিলো
দেখাতো সবে সম্মান তোমার প্রতি।
আজ ১৪ শত বছর পর আবার-
করছে মানব মানবেরে হত্যা, খুন
কারো কাছে নেই এখন ওগো
তোমার আদর্শ, তোমার মত গুণ।
না মানে কেহ রীতিনীতি
না মানে কেউ খোদার আদেশ,
সবাই এখন নিজেকে নিয়ে ব্যস্ত
মানে কি কেহ তোমার নিষেধ..?
মানবতা এখন আবার ডুবে আছে অন্ধকারে
চলে সবাই ধ্বংসের পথে,
নেই কেহ নবী তোমার আদর্শে
শয়তানের রাস্তায় চলে শতে শতে।
মানবতার এই চরম বিপর্যয়ে
নবী তোমায় ভীষণ দরকার
মানব কল্যাণে নবী তুমি
ফিরে এসো আরেকবার।