থাকবে কেন ভূল পথে ভাই?
সৎ পথে চলো,
মন্দ কথা না বলে ভাই,
ভালো কথা বলো।
থাকবে কেন অন্ধকারে?
ছায়া তলে এসো
আড্ডাখানায় না বসে ভাই,
সঠিক স্থানে বসো।
না থেকে ভাই ঋণের পথে,
কামাই তুমি করো,
বাকির খাতা মুছে তুমি
হাতের কাজটা ধরো।
ইট পাথরের পথ ছেড়ে ভাই,
সবুজ পথে এসো,
ভূল জীবনটা যাছাই করে,
সঠিক জীবন বাঁচো।
হিংসা বিবেদ ভূলে গিয়ে,
সমযোতায় এসো
সম্মান দিয়ে সম্মান নাও,
আলোর পথে এসো।