শিশিরের মতো ছিলে ঘাসের ডগায়
হয়নি চেনা তোমায় চেয়ে অপলক
গোধুলির লাল আলো ডানায় লুকায়
রাতের আঁধারে তারা করে ঝকঝক ।
বাতাসে জোছনা তার সুবাস ছড়ায়
শিমুলের ডালে লাল শিখার ঝলক
হয়তো ছিলে বিভোর মনের কোণায়
আকাশের শেষে যেথা হারায় দুচোখ ।
আজ তুমি মূর্তমান আমার এ বুকে
ক্ষুদ্র করতল মাখা কত ভালোবাসা
কত পথ পাড়ি দিয়ে তোমার আসা
আমাকে ভাসিয়ে নেয় অপার্থিব সুখে ।
তুমি আমার কণ্যা তুমিই আমার মা
প্রকৃতিতে খুঁজেছি আমি যত উপমা ।
২৪ জুলাই ২০২১
সাতুটিয়া , কালিহাতি , টাঙ্গাইল ।