বহু বছর পর আজ যখন শেষ হয়েছে দ্বিপ্রহর
পুরোনো জামাটা জড়ায়ে গায়
নরম রোদে যেখানে বিদায় নিয়েছে শহর
আমি ফিরে এসেছি সেখানে যেখানে কেবল সবুজ আর সবুজ
যতদূর অবধি চোখ যায় ।
আমার মনে নেই সবগুলো গাছকে
তবু মনে হয় বড় বেশিই বদলে গেছে সময়
আমার পছন্দের বুনো সুগন্ধি ফুলগুলোর অনেকেই অনুপস্থিত আজকে
যারা মাঝেমাঝেই আমার আকাশে
ভোরের সূর্যের মতো উদিত হয় ।
তবু অনেক আনন্দ খুঁজে পায় আজ বিষ্ময় হারানো চোখ
খানিক পরেই গোধুলির আভা মুছে দিয়ে যাবে একঝাঁক ঘরে ফেরা পাখি
আমি আমার হারানো বিকাল খুঁজে পেতে উন্মুখ
খুঁজে পেতে হবে হারানো ক্যানভাস
যেখানে আমি এখনও আমাকে আঁকি ।