এত আলো, তোমার দিকে তাকাতে পারিনা
চোখ পুড়ে যায়, অন্যদিকে তাকিয়ে
থেকে তোমার রূপের আঁচ পুড়তে থাকি।

পুড়ে পুড়ে ছাই হই, তোমার জন্য সাজিয়ে লিখি
মহাকাব্য
মন জুড়ে তাই ভাবনা নাচে

তোমার রুপে মন পুড়ে যায়, চোখ
পুড়ে যায় তাকাতে পারিনা ।

তুমি যেন হাজার বর্ষের তপসা লব্ধ
নিহারিকা আছড়ে পড় ভীষন বেগে
সব পুড়ে যায় নিরব ব্যাথায়
সেই ব্যাথারই আবেশ মেখে
সবালক হই নতুন করে ।