তুমি আমাকে হাতে করে খাইয়ে
দিতে বিকেলের ঘুম । আমি
ঘুমের ঘোরে ফিরে যেতাম
নীল নদের দেশে
পিরামিড পাড়ে
তুমি আমার গায়ে উড়িয়ে দিতে
ডাকনামের চাদর; জারুল ফুলে ঢাকা
বিকেলের মত, আমার শরীরে
তখন দাঁড়িয়ে পড়ত
হিমালায়ান রেইন ফরেস্ট
তার অনেক পৃথিবী-জন্মের পর,-
তারা খসা খসে গেলে নিখোঁজ
জোনাকিদের ভোজ
গল্পের চায়ে গুলে এখনও তোমাকে
খাই আমি রোজ ।