আরো কিছুক্ষণ মৃত্যুর অঙ্ক কষি বোর্ডে
চক ফুরোলে ফিরে আসি জীবনের সমুদ্রে
সূর্য তাতে সাঁতার কাটে
আমি সৈকতে দাঁড়িয়ে দেখতে থাকি
শেষ রাতের চাঁদ
ঝিঝিপোকা থেমে গেলে
শুরু হয় কাকেদের কথকথা...
কোনো কোনো দিন সূর্য ওঠে না
মেঘেদের রথে ভেসে চলে সময়ের যৌবন
আমি তখন রজনীগন্ধায় খুঁজি বেঁচে থাকার
অমৃত আয়ুর্বেদ...