ধরো সেই হাওয়ার নাম মৌসুমি ।

দখিনা বাতাস সে ।
উষ্ণ শরীর ।
বঙ্গোপসাগর থৈথৈ করা বুক ।
অনেকে ভয় পায় । অনেকে ভালো বাসে ।

গত বর্ষায়
আমি পড়লাম তার প্রেমে ।

আষাড়ষ্য প্রথম দিবসে...

অধরে অধরে ঘষাঘষিতে
গর্জে ওঠা
মেয়ে সম্মোহীত হয় ।

তার পেটে আমার ঔরষজাতক
জন্মায়-মরে...