পাঁজরে পাঁজরে তোরও ধাক্কা লাগুক
স্মৃতিগুলো আজ তোরও ভাঙাক ঘুম
বিনিদ্রিত কত রাত কেটে গেছে
তুইও আজ বুঝে নে কয়েক গুণ ।
সময় গুলো নিজের মত হাঁটে
স্মৃতিগুলো সব পাবলিক টেলিফোন
যে যার মত আসে আর চলে যায়
তবু থেকে যায় ছোয়া পেরিয়ে সে জীবন ।
নিজের মত করে বয়ে যাবেই নদী
সেই ধারাতে আমারও চলাচল
ছুয়ে যাব আবার তোকেই জেনে রাখিস
মানব না কোনো কান্নার কোলাহল ।
বালিশ-খাতা-পেনসিল-পেন-প্রেম-এ
আমার জন্য লিখিস না আর কথা
ব্যাথা পাওয়া সব স্মৃতির রেলগাড়ি
তোর বুকেতে এবার জমাক নিরবতা ।
মানুষ বরাবর কাঁদতে ভালবাসে
হাসিতো শুধু মিথ্যে অভিনয়
বেহালায় বাজুক বেহুলার কান্না
এখন থেকে শুরু হল তোর সময় ।