দুরত্ব বাড়লে
সংক্ষিপ্ত হয়ে যায় সম্পর্ক ।
হ্যা - না, ভালো-খারাপে
সীমাবদ্ধ হয়ে
যায় হাজার আলোক বর্ষ
হেঁটে বলা কথা ।
স্মৃতির পলেস্তারা
ঢেকে যায় অন্য রঙে । কাকেরা
ডাকে । হায়নারা
হাসে ।
বাবুই পাখি হারিয়ে যায়
তালগাছ হারিয়ে যায়
টেলিফোন বুথের হলুদ
হোর্ডিং ঝুল মেখে পড়ে
থাকে দোকানের কোণে ।
মানুষ গুলো বড় বোকা
ইচ্ছে মত মেপে
নেয় সম্পর্কের মাপ যোগ ।